আমার নামটা সামাজিক কিংবা প্রাকৃতিক
সব পরিবেশেই বেশ মানানসই।
বয়স উনিশ ছুঁইছুঁই কিংবা একটু বিলম্ব বলাই ভালো।
গনগনে দীপ্ত তেজ যা পিপাসু যুবকের দৃষ্টি এড়িয়ে যেতেই পারে না।
সবাই লালায়িত হয়ে ভাবে শুষ্ক সাদা বরফ বিছানায়
শিশিরভেজা রাত ভালোই কেটে যাবে।
এমনতো হওয়ার কথা কোনোদিন ছিল না-
আমার অসুখটার কথা প্রতি গলি গলি ঘুরে রাজপথে মিশে গেলো।
কিন্তু সবাই সব কিছু জেনেও অজানাভাবে বারবার
বিষাক্ত ছোবলে আমায় দংশন করে ফিরিয়ে দিলো।
সেই থেকেই আমি এই রকম-
অজানার অশনি সংকেত সামলাই
ভয় পাই না এতটুকুও
বরং আঁকড়ে ধরে আদর করি
প্রতি রাতে প্রতি বরফ শয্যায়।
নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।
ব্যক্ত হওয়া মনের কথা লাগে মনে ।