Recent Post

আমার স্মৃতিতে বাড়ির দুর্গাপূজা(১ম পর্ব): রুদ্র কুমার মুখোপাধ্যায়

আমার স্মৃতিতে বাড়ির দুর্গাপূজা(১ম পর্ব): রুদ্র কুমার মুখোপাধ্যায়

দুর্গাপুজো। বাঙালির চিরন্তন আবেগ।  দেশেই হোক বা প্রবাসে, বাঙালির কাছে দুর্গাপুজোর মাহাত্ম্য একইরকম জোরালো। বর্তমানে অণু পরিবারে (nuclear family) চাকুরিরত বাবা মা আর তথ্যপ্রযুক্তির যুগে, সাবেককালের দুর্গাপুজোর ধারণা আর প্রায় নেই বললেই চলে। কিছু সনাতন পারিবারিক পুজো এখনো টিকে আছে ঠিকই, কিন্তু দেশে, বিদেশে সর্বত্র সর্বজনীন পুজোর ধারণাই বেশি প্রচলিত। যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তনও অবশ্যম্ভাবী তাই সবকিছুকেই মেনে ও মানিয়ে নিতে হয়। এছাড়া উপায়ান্তরই বা কি? লোকবল এবং সময় দুটোরই যে সাংঘাতিক অভাব। আর সবকিছুর অভাবকে অর্থ দিয়ে মেটানো যায় না। তবুও এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়েও যে সেই প্রাচীনকালের পারিবারিক পুজোর স্বাদ ও অংশগ্রহণের সুযোগ পেয়েছি, তার জন্য নিজেকে যারপরনাই সৌভাগ্যশালী বলে মনে করি। কালের প্রবাহে হয়তো ধীরে ধীরে এইসব প্রাচীন নিয়মকানুন, প্রথা কোনো কিছুই অবশিষ্ট থাকবে না, তাই আমার অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই।

জন্মসূত্রে আমি বীরভূম জেলার বোলপুরের সুরুলগ্রামের দক্ষিণপাড়ার মুখার্জীবাড়ির বংশধর। শুনেছি আমরা নাকি রামায়ণ রচয়িতা কৃত্তিবাস ওঝার উত্তরসূরী। এই সুরুলগ্রামকে কেন্দ্র করেই গুরুদেব রবীন্দ্রনাথের কনিষ্ঠপুত্র রথীন্দ্রনাথ গ্রামোন্নয়ন ও কৃষিবিদ্যায় উন্নতির বীজবপন করেছিলেন।  সুরুল গ্রামের নানা স্থানে বহু প্রাচীন টেরাকোটা শিল্পের মন্দির আছে। অধিকাংশই শিবমন্দির। বিভিন্ন জাতির, বিভিন্ন পেশার মানুষ এখানে বসবাস করেন। আমার কাহিনি অবশ্য এই গ্রামকে নিয়ে নয়। আমার কাহিনি দুর্গাপুজো নিয়ে। বর্তমানে এইগ্রামে ১২টি পারিবারিক ও একটি সর্বজনীন দুর্গাপুজো হয়। এই পারিবারিক পুজোগুলির অধিকাংশই শতাধিকবর্ষ অতিক্রম করেছে। এত ক্ষুদ্র পরিসরে এতগুলি সুপ্রাচীন পারিবারিক পুজোর নিদর্শন সত্যিই বিরল।

এদের মধ্যে অন্যতম পুজো হলো সুরুলের জমিদার সরকারবাড়ির বড়োতরফের পুজো। এই পুজো প্রায় ২৮৭ বছরের পুরোনো। জাঁকজমকের দিক দিয়ে এরপরেই আসে সরকারবাড়িরই ছোটতরফের পুজো। কথিত আছে, কোনও একবার পুজোর সময় ছোটতরফের একজন বউকে বড়তরফের কেউ পুজোর অগ্রাধিকার নিয়ে অপমান করেছিলেন।  তিনি তৎক্ষণাৎ ফিরে এসে তাঁর ছেলেদের বলেন যে তাঁর জন্য আলাদাভাবে পুজোর ব্যবস্থা না হলে তিনি জলগ্রহণ করবেন না।  মাতৃআদেশে তাঁর ছেলেরা আলাদাভাবে পুজোর ব্যবস্থা করেন। ঘটনাচক্রে আমার পিতামহ শ্রীপঞ্চানন মুখার্জী ছিলেন ওঁদের বাড়ির কুলপুরোহিত এবং এইপুজোর প্রতিষ্ঠাকাল থেকে তিনি যুক্ত ছিলেন। কিন্তু এ গল্প তাঁকে নিয়েও নয়। এ গল্প আমাদের মুখার্জীবাড়ির দুর্গাপুজোর। তবে তার বর্ণন করার আগে বলে নিই আমাদের পরিবারের সংক্ষিপ্ত ইতিহাস।

সুরুল দক্ষিণপাড়া মুখার্জীবাড়ির দুর্গাপুজোর প্রচলন ঠিক কবে, কে করেছিলেন তার কোনও নথি আমার হাতে পড়েনি। জনশ্রুতি এই যে, এই পুজো প্রায় ২৫০ বছরের পুরোনো। গুরুদেবের আদেশে আমার সপ্তম পূর্বপুরুষ এই গ্রামে বসবাস শুরু করেন। আগেই বলেছি, আমরা কৃত্তিবাস ওঝার উত্তরসূরী।  সেই কারণেই কিনা জানিনা, আমার পূর্বপুরুষদের নাম রামের নাম দিয়ে রাখা হয়েছিল। লোকমুখে শুনেছি, আমার ঊর্ধ্বতন সপ্তম পূর্বপুরুষ ছিলেন রামচন্দ্র, তস্যপুত্র রামতারণ, তস্যপুত্র রামচরণ ও তস্যপুত্র রামশরণ। প্রথমে তাঁরা সুরুল উত্তরপাড়ার বাসিন্দা ছিলেন। উত্তরপাড়াতেই গুরুদেবেরও বাড়ি ছিল। পরে দক্ষিণপাড়ায় বাড়ি কিনে সেখানে বসবাস শুরু করেন। সেই বাড়িটি ছিল ইংরেজ আমলের মুনসেফখানা। সেই বাড়ির বয়স প্রায় তিন-চারশো বছর হবে। একসময় ওই বাড়ির চিলেকোঠায় রামচন্দ্রের বালী বধের দৃশ্য খোদাই করা ছিল। আজ সেই বাড়ির ভঙ্গুর অবস্থা। ঠিক কোন পূর্বপুরুষের আমলে দক্ষিণপাড়ায় বসবাস শুরু হয়েছিল জানিনা। তবে বর্তমানে ওই বাড়ির স্বত্ব রামশরণের পুত্র যদুনাথের পুত্র বিনয়ভূষণের বংশধরদের। রামশরণের দুই পুত্র ছিলেন যদুনাথ ও বেণীমাধব।  

(ক্রমশ)

Author

  • রুদ্র কুমার মুখোপাধ্যায়

    বর্ষীয়ান লেখক রুদ্র কুমার মুখোপাধ্যায়ের জন্ম ১৯৫৫ সালে বীরভূমের সুরুল গ্রামে। তিনি তাঁর তেরো ভাইবোনের মধ্যে একাদশতম। গ্রামের সুরুল প্রাথমিক বিদ্যালয় ও তারপরে বোলপুর উচ্চবিদ্যালয়ে বিজ্ঞান শাখায় পড়াশোনা করেন। এরপরে বিশ্বভারতীর পল্লীশিক্ষাভবনে যোগ দেন কৃষিবিদ্যায় স্নাতকস্তরের পড়াশোনার জন্য। সেইসময় পশ্চিমবঙ্গে কৃষিবিদ্যায় স্নাতকোত্তর পড়াশোনার সুবিধা ছিল না। কিন্তু নিজের মেধার যোগ্যতায় বৃত্তি-প্রাপ্ত হয়ে পাড়ি দেন উত্তরপ্রদেশের গোবিন্দ বল্লভ পান্থ বিশ্ববিদ্যালয়ে, সেখানে তিনি স্নাতকোত্তর স্তরে কীটবিদ্যা বিভাগে প্রথম স্থান অধিকার করেন ও সর্বশ্রেষ্ঠ থিসিস (best master's thesis) পুরস্কার প্রাপ্ত হন। স্নাতকোত্তর পড়ার সময়েই চাকরির সুযোগ আসে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়াতে (যা বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অন্তর্ভুক্ত)। পড়া শেষ করেই সেখানে যোগদান করেন অফিসার হিসেবে। কৃষিবিদ্যায় স্নাতকোত্তর হবার সুবাদে সেসময়ে গ্রামীণ চাষীদের ব্যাংক থেকে ঋণ গ্রহণের সুবিধা ও অসুবিধা দেখাশোনার কাজই ছিল মুখ্য। কাজের সূত্রে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কাটাতে হয়েছে তাঁকে। শেষমেশ বাবা মায়ের টানে এসে থিতু হন সেই বোলপুরেই। বীরভূমের বিভিন্ন শাখায় কেটেছে বাকি কর্মজীবন। ২০১৬ সালে বীরভূমের আমোদপুর শাখা থেকে অবসর গ্রহণ করেন। কর্মজীবনে ভারতবর্ষের বহু স্থানে ভ্রমণের অভিজ্ঞতা আছে তাঁর। অবসর জীবনে বইপত্র পড়া, বাগান করা ও পূজা অর্চনাতে দিন কাটে। বিগত ১৫ বছর যাবৎ সুপ্রাচীন পারিবারিক দুর্গাপুজোয় পৌরোহিত্য করে আসছেন। পাশাপাশি সুবিশাল পরিবারের বিভিন্ন সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তিনি। লেখক শ্রীমুখোপাধ্যায়ের কথায়, "প্রথাগতভাবে লেখালেখি করা হয়ে ওঠেনি কখনো। এখন অবসর জীবনে এসে একমাত্র মেয়ের আবদারে কলম ধরেছি।"

One thought on “আমার স্মৃতিতে বাড়ির দুর্গাপূজা(১ম পর্ব): রুদ্র কুমার মুখোপাধ্যায়”

  1. এই লেখা পড়ে একেবারে হতভম্ব হয়ে গেলাম। যেভাবে উপস্হাপনা করা হয়েছে তাতে আমি চমৎকৃত। নবতরু আর ও অনেক বিস্তার লাভ করুক ও দীর্ঘায়ু হয়ে মানুষের অন্তঃস্হলে জায়গা করে নিক, পরম পিতার কাছে এই প্রার্থনা জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

শৈশবের গরমকাল: মধুরিমা বন্দ্যোপাধ্যায়
গদ্য- সাহিত্য স্মৃতিকথা

শৈশবের গরমকাল: মধুরিমা বন্দ্যোপাধ্যায়

    শীত বুড়ির চাদর পেড়িয়ে যখন গ্রীষ্মকাল আসে দাবদাহ যেন ভৈরব সন্ন‍্যাসীর মতন তাড়া করে। আমাদের ছোটবেলায় মুঠোফোন অনেক দূরের ব‍্যাপার লোডশেডিং এর পাড়ায় কার্টুন দেখাও ছিল শক্ত কাজ।

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    শৈশবের গরমকাল: সুব্রত চৌধুরী
    গদ্য- সাহিত্য স্মৃতিকথা

     শৈশবের গরমকাল: সুব্রত চৌধুরী

      সেদিনও ছিল উষ্ণতার রুদ্র পরাক্রম-মন্দ্রিত দুপুরের নৈঃশব্দ্য। ছিল চৈত্র শেষে চড়ক, শিবের গাজন আর তুলসীতলায় বসুন্ধরার আয়োজন

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      শৈশবের গরমকাল: ধ্রুব বন্দ্যোপাধ্যায়
      গদ্য- সাহিত্য স্মৃতিকথা

      শৈশবের গরমকাল:

        স্মৃতির মনিকোঠায় শৈশব আমার জীবনে এখন ঝরাপাতা।

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন