আজ সকালে ঘুম থেকে উঠে দেখি চারিদিক কুয়াশার চাদরে সাদা হয়ে গেছে। সকালে স্কুলে যেতে খুব কষ্ট হচ্ছিল। মা বলে “সনু আজকের দিনটা স্কুলে যাও, গাড়িতে যাবে মজা হবে।” বাবা বলল, “নিচে গাড়ি দাঁড়িয়ে আছে।”
নিচে গিয়ে দেখি গাড়ি কোথায়? বাবা বলে, “দাঁড়া দাঁড়া গাড়ি আসছে।”

আমার ইচ্ছা করছিল মায়ের কাছে গিয়ে লেপের তলায় ঢুকে পড়ি। এরপর গাড়ি আসল; দেখি বন্ধুরা সব টুপি, জ্যাকেট, মোজা পড়ে বসে আছে। স্কুলে গিয়ে সব শীত ভুলে গিয়েছিলাম। তারপর বৈতালিকে সকলের সঙ্গে দেখা হল। বাংলা ক্লাসে সবাই নিজের নিজের ঘরে ঢুকে পড়লাম। আসতে আসতে কুয়াশার চাদর সরে গিয়ে রোদ উঠল। একটার পর একটা ক্লাস হল। তারপর ছুটি হল—বাড়ি ফিরলাম। বাড়িতে এসে বুনুর সঙ্গে খেলা করলাম। মনে হল আজ স্কুলে যদি না যেতে পারতাম তাহলে বড় ভুল হয়ে যেত।