Recent Post

আমার মা: সুদীপা পাঠক

Nabataru-e-Patrika-Images-November-2021-6

আমার মা: সুদীপা পাঠক

হৃদয় জুড়ে ছিলে তুমি ছিলে নয়ন মাঝে
আজ এই নয়ন দুটি শুধু তোমায় খোঁজে। 
হাসিমাখা মুখখানি ছিল মোর প্রাণ
তোমার পরশে হত মাগো সব দুঃখের অবসান। 
হঠাৎ এল কালবোশেখি হল এলোমেলো মা জীবন
কোথায় তুমি গেলে মা গো খুঁজি তোমায় সারাক্ষণ। 
দূর গগনে তারা হয়ে আছ অনেক দূরে
আমার মতো তোমারও কি আমায় মনে পড়ে? 
তোমায় ছাড়া জীবনখানি বড়ই ছন্নছাড়া
অশ্রু হয়ে নিত্য ঝরে স্মৃতির বারিধারা
জনম জনম তোমারই কোলে আসি যেন ফিরে ফিরে
আগলে রেখো মা গো আমায় তোমার বাহুডোরে।

Author

  • সুদীপা পাঠক

    অধুনা পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন তিনি। বাল্যকাল কেটেছে এই শহরেই। কাটোয়া আর্যবঙ্গ পৌর প্রাথমিক বিদ্যালয়, দুর্গাদাসী চৌধুরানী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং পরবর্তীতে কাটোয়া কলেজে অধ্যয়ন করেন তিনি। লেখিকা শ্রীমতী সুদীপা পাঠক বর্তমানে মুর্শিদাবাদ জেলার খাগড়া শহরের বাসিন্দা। সাংসারিক ব্যস্ততার ফাঁকে অবসর সময়ে তাঁর পছন্দের বিষয়— গল্পের বই পড়া, গান শোনা, রান্না করা, শপিং করা ইত্যাদি। লেখিকার কথায়, "আমি একজন সাধারণ গৃহবধূ, সারাদিনের মধ্যে নিজের জন্য যেটুকু সময় পাই তা থেকে অন্যান্য ভালো লাগার কাজগুলির মতোই লেখালেখিও করি।" লেখালেখি, রান্নাবান্না ছাড়াও খুব ভালো আলপনা আঁকতে পারেন নবতরু ই-পত্রিকার এই লেখিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়
কবিতা / ছড়া

বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়

    আজ প্রহর শান্ত, রাত মধ্যম
    নিবিড় বর্ষায় আভাসে
    সমস্ত উজ্জ্বলতা ঘুমিয়ে পড়েছে শরীরে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    ভ্রান্তির শ্লোক: আহবাব হাসনাত লাবিব
    কবিতা / ছড়া

    ভ্রান্তির শ্লোক: আহবাব হাসনাত লাবিব

      ক্লান্ত হৃদয় হিমেল হাওয়া,
      প্রশান্তি আনে তর ছোঁয়া।

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      সাঙাই মহব্বত: হামিদুল ইসলাম
      কবিতা / ছড়া

      সাঙাই মহব্বত: হামিদুল ইসলাম

        বারবার আমিও ফিরে আসি
        পুরোনো সম্পর্কে গড়ি নতুন কথাঘর
        দ্রৌপদী যামিনী কন্যা আমার বুকে বাসা বাঁধে অনুক্ষণ।।

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন