হৃদয় জুড়ে ছিলে তুমি ছিলে নয়ন মাঝে
আজ এই নয়ন দুটি শুধু তোমায় খোঁজে।
হাসিমাখা মুখখানি ছিল মোর প্রাণ
তোমার পরশে হত মাগো সব দুঃখের অবসান।
হঠাৎ এল কালবোশেখি হল এলোমেলো মা জীবন
কোথায় তুমি গেলে মা গো খুঁজি তোমায় সারাক্ষণ।
দূর গগনে তারা হয়ে আছ অনেক দূরে
আমার মতো তোমারও কি আমায় মনে পড়ে?
তোমায় ছাড়া জীবনখানি বড়ই ছন্নছাড়া
অশ্রু হয়ে নিত্য ঝরে স্মৃতির বারিধারা
জনম জনম তোমারই কোলে আসি যেন ফিরে ফিরে
আগলে রেখো মা গো আমায় তোমার বাহুডোরে।
অধুনা পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন তিনি। বাল্যকাল কেটেছে এই শহরেই। কাটোয়া আর্যবঙ্গ পৌর প্রাথমিক বিদ্যালয়, দুর্গাদাসী চৌধুরানী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং পরবর্তীতে কাটোয়া কলেজে অধ্যয়ন করেন তিনি।
লেখিকা শ্রীমতী সুদীপা পাঠক বর্তমানে মুর্শিদাবাদ জেলার খাগড়া শহরের বাসিন্দা।
সাংসারিক ব্যস্ততার ফাঁকে অবসর সময়ে তাঁর পছন্দের বিষয়— গল্পের বই পড়া, গান শোনা, রান্না করা, শপিং করা ইত্যাদি। লেখিকার কথায়, "আমি একজন সাধারণ গৃহবধূ, সারাদিনের মধ্যে নিজের জন্য যেটুকু সময় পাই তা থেকে অন্যান্য ভালো লাগার কাজগুলির মতোই লেখালেখিও করি।"
লেখালেখি, রান্নাবান্না ছাড়াও খুব ভালো আলপনা আঁকতে পারেন নবতরু ই-পত্রিকার এই লেখিকা।