বাংলা আমি ভালোবাসি
বাংলা আমার প্রাণ,
সবুজে সবুজে গ্রামটি ঘেরা
সোনালি মাঠের ধান।
নানান জাতি নানান ভাষা
নানান কিছু খাই,
যায়না ভোলা পিতামাতা
যাদের স্নেহ পাই।
ঘুম ভাঙানো পাখিরা সব
নিশির শেষে ডাকে,
রাখাল গোরু উড়ায় ধুলি
গাঁয়ের পথের বাঁকে।
দিনের শেষে সূর্য যখন
পশ্চিমেতে ভাসে,
গ্রাম্য বধু কলসী কাঁখে
নদীর ধারে আসে।
বনে বনে পাখিরা সব
করে কলতান,
মাছরাঙাটাও ঝুপ করে এই
জলে করে স্নান।
বাউল সুরে শুনতে যে পাই
বাংলা মায়ের গান,
এই দেশেতে জন্ম কবির
মহান হিন্দুস্থান।
দেশবন্ধু, নেতাজি আর
শহীদ ক্ষুদিরাম,
ভারতবাসীর হৃদয় জুড়ে
আজও ওদের নাম।
নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।
ভালবাসা ,দেশ কে ভালবাসা।
ধন্যবাদ।