আমরা ক'জন বন্ধু ছিলাম।
সকলেরই গায়ের রঙ
কালো।
রোজ সন্ধ্যায় কথা হত—
বিপ্লবের কথা, নদীর পাড় ভাঙার কথা
অথবা, পৃথিবীর বুকে ফুলে ওঠা
নীল শিরার কথা...
অথচ আমাদের সবার প্রিয় রঙ
সাদা।
অসুবিধা একটাই—
সব রঙের পোশাকে আমাদের
ঠিক মানাত না…
নদিয়া জেলার রানাঘাটের বাসিন্দা সাহিত্যিক ও কবি সুশীল মান্না জন্মগ্রহণ করেন ১৯৭০ সালে। রানাঘাট কলেজ ও পরবর্তীতে বহরমপুরের এম.আই.টি ইঞ্জিনিয়ারিং কলেজ হতে ইলেকট্রিক্যাল বিভাগে পড়াশোনা করেন তিনি।
একাধারে স্কুল শিক্ষক ও পলিটেকনিক ইঞ্জিনিয়ার শ্রীমান্নার ভালো লাগার বিষয়গুলি হল— লেখালিখি, ধর্মীয় উপাসনা, সেবা এবং ভ্রমণ।
স্কুল জীবন থেকেই লেখায় আগ্রহ থাকলেও সেভাবে সুযোগ হয়নি জীবন ও জীবিকার টানে। শৈশবে পিতৃহীন হওয়ায় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। ধর্মীয় বিষয়ে লেখালেখির মাধ্যমে সাহিত্য জগতে প্রবেশ। শ্রীগুরু সঙ্ঘের 'নৈবেদ্য' পত্রিকায় নিয়মিত লেখা প্রকাশ পায়। তারপর ধীরে ধীরে কাব্য জগতে লেখা ও চর্চা নিয়মিত ভাবে চলছে। বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখি ও সম্মননা লাভ—সাহিত্য জগতে বিশেষ পরিচিতি তৈরি করেছে।
২০২০ সালে মার্চ মাসে প্রথম একক কাব্য সংকলন 'ক্ষুদ্র আমি তুচ্ছ নই' প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি 'নবতরু ই-পত্রিকা'-র একজন লেখক।