
আবোল তাবোল: গৌর গোপাল পাল
দূর গগনে বিলের ধারে বকের সারির শোভা! রামধনু রং আকাশ পাড়ে বড়ই মনোলোভা!! উড়ছে ফড়িং ঘাসের পরে লাফায় কোলা ব্যাঙ! গরুর পাল ছুটছে জোরে ডোবায় লাফায় চ্যাঙ!! কুলুর ঘানি টানছে বলদ গাধার বোঝা ভারী! পড়াশোনার গোড়ায় গলদ বুঝতে কজন পারি!!
দূর গগনে বিলের ধারে বকের সারির শোভা! রামধনু রং আকাশ পাড়ে বড়ই মনোলোভা!! উড়ছে ফড়িং ঘাসের পরে লাফায় কোলা ব্যাঙ! গরুর পাল ছুটছে জোরে ডোবায় লাফায় চ্যাঙ!! কুলুর ঘানি টানছে বলদ গাধার বোঝা ভারী! পড়াশোনার গোড়ায় গলদ বুঝতে কজন পারি!!
আজ প্রহর শান্ত, রাত মধ্যম
নিবিড় বর্ষায় আভাসে
সমস্ত উজ্জ্বলতা ঘুমিয়ে পড়েছে শরীরে
ক্লান্ত হৃদয় হিমেল হাওয়া,
প্রশান্তি আনে তর ছোঁয়া।
বারবার আমিও ফিরে আসি
পুরোনো সম্পর্কে গড়ি নতুন কথাঘর
দ্রৌপদী যামিনী কন্যা আমার বুকে বাসা বাঁধে অনুক্ষণ।।