
আপন শক্তি: পম্পা ভট্টাচার্য
করিনি কখনো মাথা নত মেরুদন্ড রাখি সোজা, হতে পারি আমি ক্ষুদ্র ব্যক্তি হইনি কারোর বোঝা। পায়ে চলার ক্ষমতা রাখি শক্তিই মনের জোর, আকাশ ছোঁয়া স্বপ্ন দেখি না খাটি দিবা-রাত্রি ভোর।
করিনি কখনো মাথা নত মেরুদন্ড রাখি সোজা, হতে পারি আমি ক্ষুদ্র ব্যক্তি হইনি কারোর বোঝা। পায়ে চলার ক্ষমতা রাখি শক্তিই মনের জোর, আকাশ ছোঁয়া স্বপ্ন দেখি না খাটি দিবা-রাত্রি ভোর।
শূন্যের মাঝে মরে খুঁজে খুঁজে
শৈশব মাখা স্মৃতিতে।
ভাবনার মেঘে রংধনু আঁকা
বকের পাখায় লাগে তাই
ধুলায় গোধূলি ছুঁয়ে যায় ঠোঁট
থমকে দাঁড়িয়ে আছি
ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে
গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!