Recent Post

আদুড়-গা, মা দুর্গা

আদুড়-গা, মা দুর্গা-নির্ঝর কুণ্ডু

image -Gettyimage
রাস্তা জুড়ে হাজার দেবী গৃহের খোঁজে ঘোরে, 
তোমরা সবাই দেবী খোঁজো মন্দিরে মন্দিরে। 

দুর্গা আমার পথের ধারে স্বপ্ন ভাঙে খালি, 
ঘুম হয়না রাত্রি জুড়ে, জমছে চোখে কালি।  

তোমার দুর্গা অসুর মারে ত্রিশূল হাতে করে, 
আমার দুর্গা ভয়েই কাঁপে অসুর পাছে ধরে। 

ছিন্নপ্রায় নোংরা শাড়ি, জ্বলছে দুটি চোখ, 
হাজার হাজার দুর্গা ঘোরে, ওদের ভালো হোক। 

কয়লা খাদান, চায়ের বাগান, পাথর ভাঙা কলে-  
মাথায় বালি, ইঁটের বোঝা দুর্গারা বয়ে চলে।   

বুকের দুধে টান পড়েছে, মায়ের চোখে জল, 
মাটির দুর্গা জ্যান্ত হয়ে, আসবি কবে বল?

Author

  • Barun@Mukherjee

    নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়
কবিতা / ছড়া

স্মৃতির বৈশাখে: প্রিয়াংকা রায়

    শূন্যের মাঝে মরে খুঁজে খুঁজে
    শৈশব মাখা স্মৃতিতে।
    ভাবনার মেঘে রংধনু আঁকা
    বকের পাখায় লাগে তাই
    ধুলায় গোধূলি ছুঁয়ে যায় ঠোঁট

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
    কবিতা / ছড়া

    অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

      থমকে দাঁড়িয়ে আছি
      ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      দখিনা বাতাস: বিবেক পাল
      কবিতা / ছড়া

      দখিনা বাতাস: বিবেক পাল

        গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
        পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
        খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
        অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন