আত্মকথার সাদা পৃষ্ঠা: দেবাশিস সরখেল
তরুণ বলেছিল বিড়ি খাও না সিগারেট খাও। বিড়ির প্যাকেট পড়ে থাকে যেন সাদা চকলেট, ভস্ম হতে থাকে। সে ফাইলে লিখেছিল—হেথা যদি নাহি পাও সুখেরও সন্ধানে যাও।
তখন দাড়ি বাবার সব কথাই মেয়েলি মনে হত। এক চোট হেসেছিলে। প্রেম যদি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক থেকে আসে তো করার কিছু নেই। একটা পাকড়াও করতে হয়।

ন’মাসের প্রেগন্যান্ট মহিলা রাত বারোটার সময় ফোন করেন—তুমি চাইলে এখনও তোমার কাছে যেতে পারি। তুমি না বলে দিয়েছিলে। তিনি সে রাতে গান্ধারীর মতো মত অভিশাপ দিয়েছিলেন। এখন দু’পায়ে তোমার দুই তীর। তুমি প্রভাস গ্রামে গিয়েছ। আরব সাগরের ছল ছলাতে যুগল শিবলিঙ্গ স্নান করছেন। তীরের জ্বালায় দুটো পা জ্বলে যাচ্ছে। তবু রথ নেই পথ নেই মৃত্যু নেই, তুমি কানহা নও দ্বারকাধীশ নও।
শুটকি মাছের গন্ধে প্রাণ ওষ্ঠাগত। গুজরাট ভ্রমণে এসে লাভ লোকসানের হিসেব নিকেশ করছ।
অন্তর যত গভির ,ডুব দিলেও কিনারা পাওয়া যায় না।