Recent Post

আত্মকথার সাদা পৃষ্ঠা: দেবাশিস সরখেল

আত্মকথার সাদা পৃষ্ঠা: দেবাশিস সরখেল

তরুণ বলেছিল বিড়ি খাও না সিগারেট খাও। বিড়ির প্যাকেট পড়ে থাকে যেন সাদা চকলেট, ভস্ম হতে থাকে। সে ফাইলে লিখেছিল—হেথা যদি নাহি পাও সুখেরও সন্ধানে যাও। 

 তখন দাড়ি বাবার সব কথাই মেয়েলি মনে হত। এক চোট হেসেছিলে। প্রেম যদি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক থেকে আসে তো করার কিছু নেই। একটা পাকড়াও করতে হয়।

ন’মাসের প্রেগন্যান্ট মহিলা রাত বারোটার সময় ফোন করেন—তুমি চাইলে এখনও তোমার কাছে যেতে পারি। তুমি না বলে দিয়েছিলে। তিনি সে রাতে গান্ধারীর মতো মত অভিশাপ দিয়েছিলেন। এখন দু’পায়ে তোমার দুই তীর। তুমি প্রভাস গ্রামে গিয়েছ। আরব সাগরের ছল ছলাতে যুগল শিবলিঙ্গ স্নান করছেন। তীরের জ্বালায় দুটো পা জ্বলে যাচ্ছে। তবু রথ নেই পথ নেই  মৃত্যু নেই, তুমি কানহা নও দ্বারকাধীশ নও।

শুটকি মাছের গন্ধে প্রাণ ওষ্ঠাগত। গুজরাট ভ্রমণে এসে লাভ লোকসানের হিসেব নিকেশ করছ।

Author

  • দেবাশিস সরখেল

    আশির দশকের কবি ও গল্পকার দেবাশিস সরখেল পুরুলিয়া জেলার রঘুনাথপুরের নড়িরা/নডিরা গ্রামে জন্মগ্রহণ করেন। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে প্রথমে ভারতীয় ডাক বিভাগ ও পরে উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসাবে নিযুক্ত হন। দীর্ঘদিন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে বর্তমানে অবসরকালীন সময়ে সাহিত্য চর্চায় নিমগ্ন রয়েছেন। নিজস্ব উদ্যোগে তৈরি করেছেন একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সেখানে নিয়মিত সাহিত্যের আসর বসে।সাহিত্যের বিভিন্ন ধারায় তাঁর অবাধ বিচরণ। কবিতা, গল্প-সহ তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা অনেকগুলিই।

One thought on “আত্মকথার সাদা পৃষ্ঠা: দেবাশিস সরখেল”

  1. অন্তর যত গভির ,ডুব দিলেও কিনারা পাওয়া যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Nabataru-e-Patrika-July-2022-16.jpg July 1, 2022
অণু গল্প

ভালোবাসা: বসন্ত ঘোষ

    আমি তিনবার জেনেছি। এক, মায়ের কোলে। দুই, পরীক্ষায় প্রথম পাশ করে;আর তি

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    Nabataru-e-Patrika-June-2022-13.jpg
    অণু গল্প

    জবাব: নির্মল কুমার দে

      শখ করে বন্ধু রজতের মোটরসাইকেলটি একবার চালিয়েছিল সঞ্জয়। আর গাড়িটা একটি বাচ্চাকে বাঁচাতে গিয়ে উলটে গিয়েছিল রাস্তায়।

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      অণু গল্প

      পারিজাতের গল্প: নবজ্যোতি দাস

        রাস্তার পাশে বাঁ দিকের চায়ের দোকানে চা খেয়ে, বাঁ পকেট থেকে মিডিয়াম স্ট্যান্ডার্ডের গোল্ড ফ্লেকের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো, লাঞ্চব্রেক, রিং হল না।

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন