
আগামী বসন্তে: মৃত্যুঞ্জয় হালদার
শীত যায় চলে বৃষ্টির জলে খেলা করে ফাগ কোন কৌশলে! ডালে ডালে বোল আহা আনমোল ওড়ে মৌমাছি করে কলরোল। রঙে রঙ লাল ফুলে ফুলে ডাল কৃষ্ণচূড়ায় মধুর বিকাল। কোকিলের ডাক কূল ফিরে পাক দখিনা মলয় দেহমনে থাক।
শীত যায় চলে বৃষ্টির জলে খেলা করে ফাগ কোন কৌশলে! ডালে ডালে বোল আহা আনমোল ওড়ে মৌমাছি করে কলরোল। রঙে রঙ লাল ফুলে ফুলে ডাল কৃষ্ণচূড়ায় মধুর বিকাল। কোকিলের ডাক কূল ফিরে পাক দখিনা মলয় দেহমনে থাক।
থমকে দাঁড়িয়ে আছি
ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে
গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!
স্বার্থের খেলায় অন্ধ সুজন,
হারিয়েছে আজ সব প্রয়োজন।
সময় স্রোতে ভাসে মৃত মন,