লেখিকা জয়িতা চট্টোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনা জেলার শ্যামনগরে জন্মগ্রহণ করেন ১৯৮৭ সালে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসাবে স্নাতকোত্তর ও এম.এল.আই.এস(লাইব্রেরি সায়েন্স) বিষয়ে ডিগ্রি অর্জন করেন। প্রাক্তন স্কুল শিক্ষিকা জয়িতাদেবী বর্তমানে মহারাষ্ট্রের বাসিন্দা। অবসর সময়ে তিনি কবিতা লেখা, গান করা, সিন্থেসাইজার বাজানো প্রভৃতি বিষয়ে চর্চা করতে ভালোবাসেন। এসবের পাশাপাশি তাঁর সংগীত সাধনাতেও পারদর্শিতার ছাপ পরিলক্ষিত হয়। নবতরু ই-পত্রিকা ছাড়াও অন্যান্য পত্রিকায় প্রকাশিত তাঁর বিভিন্ন লেখা আদায় করে নিয়েছে বহু মানুষের ভালোবাসা। পেয়েছেন নানা জায়গা থেকে সম্মান। বাংলা রাইটার্স ফোরাম, বালুতট, লিমেরিক প্রভৃতি জায়গা থেকে সম্মাননা লাভ করেছেন। ভারত বিচিত্রা (বাংলাদেশ, ভারতীয় দূতাবাস), মৌনমুখর, সংস্কৃতি বার্তা, বালুতট, ক্র্যাকার, নীলাক্ষর, সহস্র বছরের কবিতা সংকলন, পোয়েটিক, সংকলন, অবেক্ষন, বেদান্ত, জলফড়িং, মৌরিফুল, শব্দের ঝংকার, বর্ণকোষ, নবপ্রভাত, দৌড়, শোরগোল, আবহমান, ধানসিঁড়ি, সাহিত্য নিকেতন(বাংলাদেশ), নবাবী, শব্দের মিছিল, কলতান সংকলন, অক্ষর বৃত্ত, ব্ল্যাকবোর্ড, শ্যামনগর বইমেলা, আমরা সহযাত্রী, পত্রিকা সাহিত্য কালচার, নিকোটিন ব্লগ ম্যাগাজিনের মতো পত্রিকায় তাঁর লেখা বিশেষ সমাদৃত। তাঁর রচিত কাব্যগ্রন্থ 'জ্যোৎস্নার বীজ বোনে'(ই-বুক) প্রকাশিত হয় ২০২০ সালে।
View all posts
অন্তরের প্রকাশ।
না বলা সব জমা কথার হোক না প্রকাশ।