Recent Post

অসুর মর্দন(৪র্থ পর্ব): জিৎ সরকার

(আগের পর্বটি পড়ুন)

ঋজু কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই আরও একটা গলা শোনা গেল, “তুই ঋজু না, কেমন আছিস?” 

সামনের যে মানুষটির থেকে প্রশ্ন এসেছে তাকে দেখে ঋজু প্রথম কেমন হকচকিয়ে গিয়েছিল। তবে তার অনুমানই সত্যি, অবশেষে সে ফিরেছে, এতগুলো বছর পর, অবশেষে শ্রী ফিরেছে। ততক্ষণে আরও কয়েকটা কথা ধেয়ে আসে ওদিক থেকে, “কীরে, আমাকে দেখে যে পুরো স্টাচু বনে গেলি ভূত দেখার মতো।” 

হ্যাঁ, ভূত দেখার মতোই বলা চলে কিংবা বলা যায় ভূত দেখলেও এতটা অবাক হত না ঋজু। সেইবার যখন কলেজের ছেলেটার সাথে শ্রীর ঘনিষ্ঠ মুহূর্তের এমএমএস ভিডিয়োটা ছড়িয়ে পড়েছিল আর তা নিয়ে পাড়ায় একটা হইচই পড়েছিল, পাড়ার সবাই মিলে চড়াও হয়েছিল ওদের বাড়িতে। শ্রীর বাবা মানে শ্যামলবাবু প্রচণ্ড কড়া ধাতের মানুষ, একটাও কথা শুনতে চাননি মেয়ের, মা-মরা মেয়েটাকে পাড়ার লোকেদের সামনেই বেধড়ক মেরেছিলেন, এতটাই যে শ্রীর কষ বেয়ে রক্ত গড়াচ্ছিল, তারপর মেয়ের মুখের সমানেই তাকে মৃতা ঘোষণা করে বাড়ি থেকে বের করে দেন আর বলেন যে মৃত্যুর আগে পর্যন্ত তিনি মেয়ের মুখদর্শন করতে চান না। শ্রীর তরফ থেকে একটাও সাফাই তিনি শুনতে চাননি। অবশ্য শ্রীও যে সাফাই দেওয়ার খুব একটা চেষ্টা করেছিল তাও নয়। শুধু রাতটুকু বাড়ির সামনে রাস্তায় কাটিয়ে ছিল শ্রী, সকাল হতেই চলে যায় সে।

“কী রে, কোথায় হারিয়ে গেলি?”  

উড়ে আসা টুকরো কথাটুকু ঋজুকে এক লহমায় বর্তমানে এনে ফেলল। সেই প্রথম প্রশ্নটা ছাড়া বাকি কথাগুলো হয়ত তার কানে ঢোকেনি, সে বলল, “আমি আছি, ভালোই, তুমি?” 

আগে ঋজু শ্রীকে তুই বলে ডাকত, তবে মাঝখানের বছরগুলো পরস্পরকে অনেকটা অচেনা করে দিয়েছে তাই বোধহয় তুইটা আর সহজে মুখে এলো না। উওর এল, “আমিও আছি রে।”

—“তা আজকাল কী করছিস, তুই তো বলতিস জার্নালিস্ট হবি, ওই লাইনেই কি আছিস?”

—“না, আমি আজকাল ক্যাফে সামলাচ্ছি, আমার নিজের, সাউথের দিকে।”

কথা বলতে বলতে ঋজু লক্ষ্য করল যে মুখটাকে সে বছর সাতেক আগে চিনত তার সামনে দাঁড়ানো মানুষটার মুখের সাথে সেই মুখের মিল থাকলেও খুব সামান্য। তবে চোখ দুটো, হ্যাঁ, চোখ দুটো এখন একই রকমই আছে, সেই একই রকমের নিষ্পাপ, গভীর এবং মায়াবি, ঠিক সাত বছর আগেকার মতো।

শ্রী যখন থেকে মণ্ডপের ভেতরে এসে দাঁড়িয়েছে তখন থেকেই সেখানে উপস্থিত পাড়ার লোকেদের মধ্যে চাপা একটা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। ঋজু আঁচ করতে পেরেছ, শ্রীও পেরেছে, তাই হয়তো তার মধ্যে একটা অস্বস্তি কাজ করতে শুরু করেছে। হঠাৎ ঘোষ জেঠিমা ঋজুর কাছে এসে দাঁড়াল, চোখের দৃষ্টিতে একটা রোষের ভাব। শ্রীকে শুনিয়ে শুনিয়ে বলল, “ঋজু , এখানে দাঁড়িয়ে খোশগল্প করার দরকার নেই, চলে আয় ওদিকে অনেক কাজ আছে।” 

ঋজু চকিতে একবার শ্রীর দিকে দেখে নিয়েই বলল, “জেঠিমা তুমি যাও, আমি আসছি।” 

কিন্তু ঘোষ জেঠিমা নাছোড়, তিনি বললেন, “না তোকে নিয়েই যাব, চল কাজগুলো সারতে হবে।” 

শ্রী এবারে প্রশ্ন করল, “কেমন আছেন জেঠিমা?” 

ভারী বিরক্ত হয়ে তিনি বললেন, “আমার কথা ছাড়, তুই এখানে কেন?”‌। শ্রী পাল্টা প্রশ্ন করল, “কেন আসতে নেই নাকি?”

(ক্রমশ)

Author

  • জিৎ সরকার

    নবতরু ই-পত্রিকার একদম জন্মলগ্ন থেকে নিয়মিত লেখালেখির সঙ্গে যারা যুক্ত আছেন তাঁদের মধ্যে লেখক জিৎ সরকার অন্যতম। ১৯৯৭ সালে মুর্শিদাবাদের বহরমপুরে জন্মগ্রহণ করেন তিনি। এরপর বাল্যকাল এবং বড়ো হয়ে ওঠা নদীয়ার করিমপুরে। স্থানীয় করিমপুর জগন্নাথ উচ্চ বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়ে কৃষ্ণনাথ কলেজে জীববিদ্যায় স্নাতক ডিগ্রি লাভ করেন। বর্তমানে করিমপুরেই থাকেন পেশায় ও নেশায় ছাত্র জিৎ সরকার। একই সঙ্গে চালিয়ে যাচ্ছেন লেখালেখির কাজও। জীববিদ্যাতে প্রথমশ্রেণিতে স্নাতক জিৎ সরকারের শখ প্রধানত লেখালেখি করা তছাড়াও বই পড়া, গান শোনা সিনেমা দেখা, রান্না করা, পুরোনো ইতিহাস ঘাটাঘাটি করা প্রভৃতিতেও উৎসাহ চোখে পড়ার মতো। তাঁর লেখালেখির জীবন শুরু কবিতা দিয়ে। তারপরেও কিছু কবিতা লেখা হয়েছে। তার মধ্যে কিছু সোস্যাল মিডিয়াতে প্রকাশিত হয়েছে। দুটি কবিতা দুটি ওয়েব ম্যাগাজিনেও প্রকাশিত হয়েছে। বর্তমানে পড়াশোনার পাশাপাশি লেখালেখি চলছে সমান তালে। এছাড়া ছবি আঁকা, ক্রিমিনোলজি সর্ম্পকে ধারনা প্রভৃতি বিষয়েও বিশেষ দক্ষ তিনি। তীক্ষ্ণ স্মৃতিধর জিৎ সরকারের লেখায় বুদ্ধিদীপ্তের ছাপ পরে লেখার পরতে পরতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আয়নাবন্দি: জিৎ সরকার (১/১২ পর্ব)
গদ্য- সাহিত্য গল্প ধারাবাহিক গল্প

আয়নাবন্দি: জিৎ সরকার

    গাড়িটা যখন বড়ো গেটের সামনে এসে দাঁড়াল তখন শেষ বিকেলের সূর্য পশ্চিমাকাশে রক্তাভা ছড়িয়ে সেদিনকার মতো সন্ধ্যেকে আলিঙ্গন করার প্রস্তুতি নিচ্ছে।

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    অসুর মর্দন(একাদশ পর্ব): জিৎ সরকার
    গদ্য- সাহিত্য গল্প ধারাবাহিক গল্প

    অসুর মর্দন(একাদশ পর্ব): জিৎ সরকার

      ভিড়টা মোড়ের বাঁকে অদৃশ্য হতেই শ্রী ঘরের দিকে ফিরতে উদ্যত হল, হঠাৎ নীচের দরজায় আওয়াজ উঠল। বাধ্য হয়েই অভিমুখে বদলে শ্রী নীচে এসে দরজা খুলল। দেখল ঋজু দাঁড়িয়ে, মুখে একটা হাসি খেলছে। এই হাসিটা একদিন ফিরে এসে শ্রী কিন্তু লক্ষ্য করেনি

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      ধারাবাহিক গল্প

      অসুর মর্দন(১০ম পর্ব): জিৎ সরকার

        এতক্ষণে তমাল মুখের কঠিন রেখাগুলো অনেকটা সহজ হয়ে এসেছে, সে মৃদু হেসে বলে, “দ্যাখ পারব কি পারব না সেটা তো এখনি বলা যাচ্ছে না, তবে হ্যাঁ, একটা চেষ্টা করে দেখাই যাক, পরেরটা না-হয় পরেই বুঝে‌ নেব।

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন