অমা নেমে এলেই চুপিসারে
শিয়রে এসে দাঁড়ায় যে পুরুষ
সে কখনো পারেনা প্রেমিক হতে
বরং কালসর্পদোষের ভাগে সঁপে দেয় ভাগ্য
তবুও ভোর কীভাবে যেন ডেকে আনে ভয়
কবিতা ছত্রে ছত্রে আঁকে মৃত্যু
কলমে ঋতুহীন শোক আজীবন
অবকাশ পেলেই অ-সুখগুলো নেমে আসে
নামহীন মৃতদেহের মতো
আবেশহীন মুখে সংখ্যায় নথিভুক্ত করি
এরকম অসময়ে বৃষ্টি যেন
অনৈসর্গিক অর্কেস্ট্রার কন্ডাক্টর
ক্রমশ মৃতদেহগুলির ঘুম ভাঙে
কাপালিক পুরুষের হাতে নাচতে নাচতে
তারা খুলে ফেলে ভূমিকা-উপসংহার
আরেকটু নেশাগ্রস্ত হতেই
হ্যালুসিনেশনে দেখি প্রিয়বন্ধুদের মুখ
আমার হাতে তারা তুলে দেয়
গতজন্মের মেয়েবেলার গল্পগুলো।
নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।