Recent Post

অমল তুমি জাগো:সন্তু দেবনাথ

অমল তুমি জাগো:সন্তু দেবনাথ

আমি পথ হারাবো পথহারাদের মাঝে

লুটিয়ে দেব আমার ধূলিধূসর দেহ

শীর্ণ এই বুকের জীর্ণ পাঁজরে

আগলে রাখবো সারা পৃথিবী ।

অমল, তুমি আবার জাগো ভোরের পাখি হয়ে

কলরব ছড়িয়ে দাও জরা জর্জরিত মানুষের

পাষাণ হৃদয়ে ।

 

হৃদয় গলে যাক আগুনগলা মোমের মতো

বিকশিত হোক মননের সকল দ্বার

ভেসে উঠুক সকালবেলার গান রবি ঠাকুরের সুরে

জীবন আবার বাঁচতে শিখুক ,অগ্নিবীণার সুর ঝংকারে

                মুখরিত হোক বিপ্লবী হৃদয় ।

Author

  • সন্তু দেবনাথ:

    লেখক সন্তু দেবনাথের জন্ম ১৯৯০ সালে। দামোদর নদীর পার্শ্ববর্তী হুগলি জেলার চৈতন্যবাটী নামক একটি প্রত্যন্ত গ্রামে জন্ম হয় তাঁর। ওখানেই কাটে পুরো শৈশব ও কৈশোরের কিছুটা সময়। দামোদর নদীর অপর পাড়ে ভাঙামোড়া নূতনগ্রাম কে.এন.সি.এম ইনস্টিটিউশনে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলজীবন কাটিয়ে বাবার কর্মসূত্রে শেওড়াফুলিতে আসা। তারপর শেওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন থেকে বাকি স্কুলের পাঠ শেষ করেন তিনি। তারপর স্নাতকোত্তর স্তরের পাঠ সম্পন্ন করে বর্তমানে একটি সরকার পোষিত উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত। পেশায় শিক্ষক সন্তু দেবনাথের শখ গান শোনা, কবিতা লেখা, গাছ লাগানো ও মাছ ধরা। এছাড়া তাঁর বিশেষ দক্ষতা রান্না করা। তিনি বলেন, "নবম শ্রেণি থেকেই আরম্ভ হয় লেখালিখি চর্চার। স্কুলের পত্রিকায় প্রকাশিত হওয়া লেখা আমাকে প্রেরণা জোগায়।"

One thought on “অমল তুমি জাগো:সন্তু দেবনাথ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়
কবিতা / ছড়া

স্মৃতির বৈশাখে: প্রিয়াংকা রায়

    শূন্যের মাঝে মরে খুঁজে খুঁজে
    শৈশব মাখা স্মৃতিতে।
    ভাবনার মেঘে রংধনু আঁকা
    বকের পাখায় লাগে তাই
    ধুলায় গোধূলি ছুঁয়ে যায় ঠোঁট

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
    কবিতা / ছড়া

    অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

      থমকে দাঁড়িয়ে আছি
      ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      দখিনা বাতাস: বিবেক পাল
      কবিতা / ছড়া

      দখিনা বাতাস: বিবেক পাল

        গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
        পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
        খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
        অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন