লেখক সন্তু দেবনাথের জন্ম ১৯৯০ সালে। দামোদর নদীর পার্শ্ববর্তী হুগলি জেলার চৈতন্যবাটী নামক একটি প্রত্যন্ত গ্রামে জন্ম হয় তাঁর। ওখানেই কাটে পুরো শৈশব ও কৈশোরের কিছুটা সময়। দামোদর নদীর অপর পাড়ে ভাঙামোড়া নূতনগ্রাম কে.এন.সি.এম ইনস্টিটিউশনে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলজীবন কাটিয়ে বাবার কর্মসূত্রে শেওড়াফুলিতে আসা। তারপর শেওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন থেকে বাকি স্কুলের পাঠ শেষ করেন তিনি। তারপর স্নাতকোত্তর স্তরের পাঠ সম্পন্ন করে বর্তমানে একটি সরকার পোষিত উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত।
পেশায় শিক্ষক সন্তু দেবনাথের শখ গান শোনা, কবিতা লেখা, গাছ লাগানো ও মাছ ধরা। এছাড়া তাঁর বিশেষ দক্ষতা রান্না করা।
তিনি বলেন, "নবম শ্রেণি থেকেই আরম্ভ হয় লেখালিখি চর্চার। স্কুলের পত্রিকায় প্রকাশিত হওয়া লেখা আমাকে প্রেরণা জোগায়।"
সুন্দর।