Recent Post

অভিমান: গোপীনাথ মুখোপাধ্যায়

নবতরু-ই-পত্রিকা
নবতরু-ই-পত্রিকা

অভিমান: গোপীনাথ মুখোপাধ্যায়

একটা তারার অভিমান হলে 
ইচ্ছে পূরণের দায় নেয় সে 

একটা মনের অভিমান হলে 
সিলিং ফ্যানে কবর দেয় কত স্মৃতি 

কিন্তু, 
মেঘ নামে সেই মেয়েটার অভিমান হলে 
কপাল থেকে মুছে ফ্যালে টিপ 
হাওয়ার কোলে চেপে ঘুরে বেড়ায় 
        এ বাড়ির ছাদ থেকে ও বাড়ির ছাদ 
কোনো শূন্য বুকের অপেক্ষা 
একটু প্রশ্রয়ে আলতো করে কপাল ছোঁয়ানো 
                এখনই ভেঙে পড়বে সে 

একটা অভিমান 
কত শূন্য বুকে আশ্রয় হয়ে ওঠে।

Author

  • গোপীনাথ মুখোপাধ্যায়

    বীরভূম জেলার সদর শহর সিউড়িতে ২০০০ সালে জন্মগ্রহণ করেন তরুণ কবি গোপীনাথ মুখোপাধ্যায়। সিউড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ থেকে বিদ্যালয়ের পাঠ শেষ করে বর্তমানে সিউড়ি বিদ্যাসাগর কলেজে বিজ্ঞান বিভাগে শারীরবিদ্যা বিষয়ে পাঠরত। ছোটবেলা থেকে সিউড়িতেই বেড়ে ওঠা গোপীনাথের শখ বই পড়া, ছবি আঁকা, সিনেমা দেখা আর ঘুরতে যাওয়া। আর লেখালেখির শুরু দশম শ্রেণির পর থেকেই। আপাতত কয়েকটা পত্রিকায় কিছু কবিতা স্থান পেয়েছে। পড়াশুনার পাশাপাশি তিনি zentangle art শিল্পেও উৎসাহী। নবতরু ই-পত্রিকার প্রথম সংখ্যা থেকেই তিনি যুক্ত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন