একটা তারার অভিমান হলে
ইচ্ছে পূরণের দায় নেয় সে
একটা মনের অভিমান হলে
সিলিং ফ্যানে কবর দেয় কত স্মৃতি
কিন্তু,
মেঘ নামে সেই মেয়েটার অভিমান হলে
কপাল থেকে মুছে ফ্যালে টিপ
হাওয়ার কোলে চেপে ঘুরে বেড়ায়
এ বাড়ির ছাদ থেকে ও বাড়ির ছাদ
কোনো শূন্য বুকের অপেক্ষা
একটু প্রশ্রয়ে আলতো করে কপাল ছোঁয়ানো
এখনই ভেঙে পড়বে সে
একটা অভিমান
কত শূন্য বুকে আশ্রয় হয়ে ওঠে।
বীরভূম জেলার সদর শহর সিউড়িতে ২০০০ সালে জন্মগ্রহণ করেন তরুণ কবি গোপীনাথ মুখোপাধ্যায়। সিউড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ থেকে বিদ্যালয়ের পাঠ শেষ করে বর্তমানে সিউড়ি বিদ্যাসাগর কলেজে বিজ্ঞান বিভাগে শারীরবিদ্যা বিষয়ে পাঠরত।
ছোটবেলা থেকে সিউড়িতেই বেড়ে ওঠা গোপীনাথের শখ বই পড়া, ছবি আঁকা, সিনেমা দেখা আর ঘুরতে যাওয়া। আর লেখালেখির শুরু দশম শ্রেণির পর থেকেই। আপাতত কয়েকটা পত্রিকায় কিছু কবিতা স্থান পেয়েছে। পড়াশুনার পাশাপাশি তিনি zentangle art শিল্পেও উৎসাহী। নবতরু ই-পত্রিকার প্রথম সংখ্যা থেকেই তিনি যুক্ত আছেন।