ও বাতাসী ...
তোর ঠোঁটের ঝরণায়
আমার সমস্ত স্নান শেষ,
তোর ডাগর চোখের চাহনিতে
রহস্য তো বেশ !
বাতাসী ...
তোর মুক্তো ঝরা হাসি
তোলে উথালপাতাল ঢেউ
সেই ঢেউয়েতে
সুনামী যে বুকের ভেতর
বুঝবে না তো কেউ !
বাতাসী ...
কেউ না বুঝুক, তুই তো বুঝিস
আমার মনের ঝড়
তবুও কেন নেই কোনো উত্তর?
দেখেছিস ...
ভুলেই গেছি, তুই তো এখন
অন্য কারোর ঘর !
নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।
ভাবনার সুমধুর অনুরণন।
সকাল সকাল পড়ে ফেললাম। বেশ ছোট্ট এবং মিষ্টি একটা কবিতা ।শব্দ চয়নে কৃপণতা ও দক্ষতা এটির সৌন্দর্য্য আরো বাড়িয়ে দিয়েছে।