Recent Post

অবিচার:আইনুল হক

অবিচার:আইনুল হক

অবিচার:আইনুল হক

বুক যেন হালে করোনা কালের কথা আনলে মুখে
ঘরে নেই চাল ফুরিয়েছে ডাল দিন গেছে কত দুখে। 
লাগে ভারী লাজ বন্ধ যে কাজ কেঁদেছি ঘরের কোণে
আজ কী খাব কোথা গেলে পাব ভেবেছি শুধু মনে। 
ছোট ছেলে মধু ভাত চায় শুধু ভাসিয়েছে চোখ জলে
খিদের জ্বালায় প্রাণ বুঝি যায় চিৎকার করে বলে। 
ছুটোছুটি করে পরের ঘরে এসেছি ঝোলাটি হাতে
প্রতিবেশী বলে যাও ফিরে চলে কিনব চাল আজ রাতে। 
মোর ছোট খোকা আজ বড় ভুখা কিছু দানা নেই ঘরে
মনে করে ঋণ যায় আছে দিন ফিরিয়ে দেব পরে। 
খালিহাতে শেষে ঘরে ফিরে এসে ছেলেটাকে ধরে দেখি
চুপি চুপি সে চিরতরে যে বন্ধ করেছে আঁখি। 
দেখলাম পাছে ওর মা গেছে পাশের বাড়ির দিকে
থালা হাতে করে ফিরছে ঘরে ডাল ভাত মেখে মেখে। 
"চুপ কর মধু ওরে সোনা যাদু খাবার এনেছি চেয়ে
কোথা গেলি ওরে চুপ কেন করে ঘুমোলি কি জল খেয়ে?" 
সাড়া না পেয়ে আরো কাছে গিয়ে বারবার করে ডাকে
বুক ফেটে যায় মধু আর নাই কী করে বলি তাকে। 
কভু যেন তারে পাব না ফিরে এই কথাটুকু ভেবে
নীরবে বসে অঙ্ক কষে নিজেকে দেখেছি মেপে।

Author

  • আইনলু হক:

    তরুণ কবি আইনলু হক বীরভূম জে লার ময়ূরে শ্বর থানার কুস্ত োর গ্রামে ১৯৯৮ সালে জন্মগ্রহণ করে ন। খুব ছ োটবে লা থে কে ই লে খালে খি র সঙ্গে যুক্ত ছি লে ন তি নি । স্বরচি ত কবি তা ও নাটক লে খালে খি র পাশাপাশি অভি নয়ে র দি কে ও বি শে ষ আগ্রহ আছে তাঁর। ছ োটদে র জন্য লে খা তাঁর একাধি ক নাটক গ্রামে র সাংস্কৃতি ক অনষ্ঠু ানে ও বি দ্যালয়ে বহুবার মঞ্চস্থ হয়ে ছে । ছ োটবে লায় মামার বাড়ি ডাবকু গ্রামে প্রথম ও দ্বি তীয় শ্রে ণি র পড়াশ োনা করার পরে নি জে র গ্রামে এসে প্রাথমি ক শি ক্ষা শে ষ হয়। ময়ূরে শ্বর উচ্চবি দ্যালয় থে কে উচ্চমাধ্যমি ক পাশ করার পর সাঁইথি য়া অভে দানন্দ মহাবি দ্যালয়ে পড়াশ োনা শুরু হলে ও বি শে ষ কারণে শে ষ করা হয়নি । বর্তমানে কর্ণার্ণটকে র ব্যাঙ্গাল োরে এক প্রাইভে ট ক োম্পানি তে সামান্য অভি জ্ঞতা নি য়ে কাজ শুরু করে ন কাজ করার পাশাপাশি চলছে হাতে র কলম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাঙাই মহব্বত: হামিদুল ইসলাম
কবিতা / ছড়া

সাঙাই মহব্বত: হামিদুল ইসলাম

    বারবার আমিও ফিরে আসি
    পুরোনো সম্পর্কে গড়ি নতুন কথাঘর
    দ্রৌপদী যামিনী কন্যা আমার বুকে বাসা বাঁধে অনুক্ষণ।।

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়
    কবিতা / ছড়া

    স্মৃতির বৈশাখে: প্রিয়াংকা রায়

      শূন্যের মাঝে মরে খুঁজে খুঁজে
      শৈশব মাখা স্মৃতিতে।
      ভাবনার মেঘে রংধনু আঁকা
      বকের পাখায় লাগে তাই
      ধুলায় গোধূলি ছুঁয়ে যায় ঠোঁট

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
      কবিতা / ছড়া

      অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

        থমকে দাঁড়িয়ে আছি
        ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন