Recent Post

অপ্রতিবদ্ধ:করবী দাস

অপ্রতিবদ্ধ:করবী দাস

অপ্রতিবদ্ধ:করবী দাস

ঘুরে ফিরে তাকেই ফিরে পেতে চায় মন 
যাকে ভুলে যেতে চাই বার বার, 
যার ভরসাহীন ঠোঁটে সাড়া পেতে আমি উন্মুখ হয়েছি,
যার কামনাহীন অন্তরে বার বার দণ্ডভোগ করতে চেয়েছি,
যার আগলহীন বাহুতে খুঁজতে চেয়েছি জাপটে ধরার সুখ।
বার বার যে প্রত্যাশার অসুখ ধুলোর অন্তরে-
কুয়াশায় বিলীন করেছে আমার সব; 
আশার উজ্জ্বল মুখচ্ছবি।
যে আমাকে বারে বারে বিবর্ণ করেছে—
কুন্ঠাহীন অবহেলার পারদর্শীতায়;
আর আমি চষে বেরিয়েছি ভালোবাসার দারিদ্রে ভরা
এক ফসলহীন ক্ষেতের আস্তাকুঁড়ে, 
আমি তাকে ফেলে যেতে চেয়েছি—
এই ধূসর মায়ায় কিঞ্চিত ফললাভের 
আশঙ্কাকে ত্যাগ করে। 
যার আসক্তি দুর্বল,
আবেগ মিথ্যা, 
ভাবাবেগের দৃঢ়তা ক্ষণভঙ্গুর;
আর হৃদয়ের আবিষ্ট চৌম্বকক্ষেত্রের আবেশ ভীষণ ক্ষণস্থায়ী,
তবুও— 
তার দুয়ারে ছুটে চলে মন অজানা অনুরাগ আগ্রহে 
বিলাসী হয়ে…

Author

  • করবী দাস

    লেখিকা করবী দাস ১৯৯১ সালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার চক পীতাম্বর দত্ত গ্রামে জন্মগ্রহণ করেন। সুন্দরবন আদর্শ বিদ্যানিকেতন ও বাসন্তী উচ্চ বিদ্যালয় থেকে পাঠ গ্রহণ করে কলকাতার শিবনাথ শাস্ত্রী কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা সম্পূর্ণ করে বর্তমানে গৃহশিক্ষকতার কাজে যুক্ত আছেন। পাশাপাশি চলছে লেখালেখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন