ঘুরে ফিরে তাকেই ফিরে পেতে চায় মন
যাকে ভুলে যেতে চাই বার বার,
যার ভরসাহীন ঠোঁটে সাড়া পেতে আমি উন্মুখ হয়েছি,
যার কামনাহীন অন্তরে বার বার দণ্ডভোগ করতে চেয়েছি,
যার আগলহীন বাহুতে খুঁজতে চেয়েছি জাপটে ধরার সুখ।
বার বার যে প্রত্যাশার অসুখ ধুলোর অন্তরে-
কুয়াশায় বিলীন করেছে আমার সব;
আশার উজ্জ্বল মুখচ্ছবি।
যে আমাকে বারে বারে বিবর্ণ করেছে—
কুন্ঠাহীন অবহেলার পারদর্শীতায়;
আর আমি চষে বেরিয়েছি ভালোবাসার দারিদ্রে ভরা
এক ফসলহীন ক্ষেতের আস্তাকুঁড়ে,
আমি তাকে ফেলে যেতে চেয়েছি—
এই ধূসর মায়ায় কিঞ্চিত ফললাভের
আশঙ্কাকে ত্যাগ করে।
যার আসক্তি দুর্বল,
আবেগ মিথ্যা,
ভাবাবেগের দৃঢ়তা ক্ষণভঙ্গুর;
আর হৃদয়ের আবিষ্ট চৌম্বকক্ষেত্রের আবেশ ভীষণ ক্ষণস্থায়ী,
তবুও—
তার দুয়ারে ছুটে চলে মন অজানা অনুরাগ আগ্রহে
বিলাসী হয়ে…
লেখিকা করবী দাস ১৯৯১ সালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার চক পীতাম্বর দত্ত গ্রামে জন্মগ্রহণ করেন। সুন্দরবন আদর্শ বিদ্যানিকেতন ও বাসন্তী উচ্চ বিদ্যালয় থেকে পাঠ গ্রহণ করে কলকাতার শিবনাথ শাস্ত্রী কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা সম্পূর্ণ করে বর্তমানে গৃহশিক্ষকতার কাজে যুক্ত আছেন। পাশাপাশি চলছে লেখালেখি।