Recent Post

অপেক্ষা: রূপম মিশ্র

Nabataru-e-Patrika-2022-8

অপেক্ষা: রূপম মিশ্র

  এ যেন এক অসীম নিরলস পরাকাষ্ঠা 
                 পানে উঠেই চলা।
   যোগ্যতমের উদবর্তনের তীব্র স্পৃহায় 
              সদা ব্যস্ত এই ধরণীতে
অপেক্ষা শুধু তার, যার আগমনে হাজারো 
           চেনা পরিচিতের মাঝখানে
    অনন্য এক টুকরো পরমানন্দের ক্ষুদ্র 
              বিশ্বের শুভকর গ্রন্থনে।
    সে হবে অনন্ত সঙ্গী, যেন বহু জন্মের
                   গাঁটছড়া বাঁধা।
  সময় যাবে থেমে তার অপূর্ব মুখখানির
                         প্রেমে।
হৃদয়পদ্মে থাকবে তারই খোদাইকৃত মূর্তি।
 বিপদঘন, কঠিন নানান ক্ষণ তার হাতে
           হাত রেখে হবে নিষ্পেষণ।
  বহু তপস্যার সর্বোত্তম উপহারসম ওর
              আশায় দীর্ঘ প্রতীক্ষা।
 কি জানি কি লেখা আছে ভাগ্য খাতায়।
 ঈশ্বরের আশীর্বাদ সাথী, চিত্ত এ ভয়হীন
স্বপ্নপূরণের গন্তব্যে এগিয়ে চলেছি প্রতিদিন।

Author

  • রূপম মিশ্র

    অবিভক্ত মেদিনীপুর(বর্তমানে পূর্ব মেদিনীপুর) জেলার এগরা-১ ব্লকের অন্তর্গত বরদা গ্রামে ১৯৯৬ সালে জন্মগ্রহণ করেন লেখক রূপম মিশ্র। বাল্যকাল কাটে গ্রামের নির্মল পরিবেশে। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাঠ সম্পূর্ণ করে পানিপারুল মুক্তেশ্বর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন। পরবর্তীতে মেদিনীপুর কলেজ(স্বশাসিত) থেকে প্রাণীবিদ্যায় প্রথম বিভাগে স্নাতক উত্তীর্ণ হয়ে রামকৃষ্ণ মিশনের অন্তর্গত রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট থেকে কৃষি ও গ্রামোন্নয়ন বিষয়ে প্রথম বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বিএড কোর্সে পাঠরত এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছেন। তাঁর শখ—বেড়ানো, লেখালেখির চর্চা, ভৌতিক কাহিনি শোনা ও পড়া। গ্রাম্য পরিবেশে মধ্যবিত্ত পরিবারে বড়ো হয়ে ওঠা লেখক রূপম মিশ্র লেখালেখির পাশাপাশি ভালোবাসেন সমাজসেবামূলক কাজে যুক্ত থাকতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন