কবি পম্পা ভট্টাচার্য মুর্শিদাবাদ জেলায় ১৯৮৬ সালে জন্মগ্রহণ করেন। সংস্কৃত সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ গৃহবধূ শ্রীমতী পম্পা ভট্টাচার্য লেখালেখি ও আবৃত্তি করতে ভালোবাসেন। তাঁর লেখা কবিতা বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে।
স্বপ্নারা দুই বোন এক ভাই। স্বপ্না,গীতা ও ভাই রাম। স্বপ্নার মা পারহাটি স্কুলের এসকটের কাজ করে। মেয়েদের স্কুলে পৌঁছানো আর ছুটি হলে নিয়ে আসা। এছাড়া পারহাটির অনেক মন্দিরের পূজার জোগাড়, রক্ষণাবেক্ষণের কাজ করে ওর মা। এইসব সাত-পাঁচ করেই স্বপ্নাদের সংসার চলে যায়। ওর দিদি গীতা কিছু সেলাই-ফোড়াই, টিউশন করে। ভাই রাম ছোট, প্রাইমারিতে পড়ে