Recent Post

অপত্য স্নেহের প্রতিদান: তুলি মুখোপাধ্যায় চক্রবর্তী

অপত্য স্নেহের প্রতিদান:  তুলি মুখোপাধ্যায় চক্রবর্তী

অফিস থেকে বাড়ি ফিরে বাইক রেখেই অপত্য স্নেহে জড়িয়ে থাকা নিরীহ প্রাণ গুলোর টানে একছুটে ওদের কাছে আসেন প্রাণতোষ। ওরাও পরম বিশ্বাস আর ভরসায় সারাদিন নানা মানুষের কাছে পাওয়া অবহেলা জানিয়ে দেয় বিশ্বস্ত বন্ধুকে। ওদের দুঃখ ভীষণ ভাবে উপলব্ধি করতে পারেন উনি। গায়ে মাথায় হাত বুলিয়ে, রোজ খেতে দিয়ে ওদের পাশে থাকেন। পারস্পরিক ভালোবাসা বিনিময়ের বন্ধন এটুকুই।

সেদিন ফিরতে একটু রাত। পাড়ার পথ আগলে উদ্ধত চার যুবক। এদের বরাবরের চক্ষুশূল এই সারমেয় বাহিনী। নিঃশব্দে করতে যাওয়া গভীর রাতের কুকীর্তি বাধা পায় এদের সম্মিলিত গর্জনে। তাই আজ এদের পালনকারীকেই মারার পরিকল্পনা। 

বাইক থামিয়ে ওদের সরতে বলতেই ঝাঁপিয়ে পড়ে প্রাণতোষের উপর। চিৎকারে ছুটে আসে বিশ্বাসী সারমেয় দল। ক্ষত বিক্ষত চার যুবক পালাবার আগে একজন প্রভুভক্তকে মেরে ফেলে। ওদের আঁচড়ে কামড়ে ভালোবাসার মানুষটাকে বাঁচিয়ে দিলেও নিজেকে বাঁচাতে পারে নি সে।

তার রক্তাক্ত নিথর দেহের খোলা চোখ দুটো যেন বলছিল, ‘কথা দিইনি তবু কথা রাখলাম পাশে থাকার’

কান্নায় ভেঙে পড়ে প্রাণতোষ।

Author

  • তুলি মুখোপাধ্যায় চক্রবর্তী:

    লেখিকা তুলি মুখোপাধ্যায় চক্রবর্তী ১৯৭০ সালে খড়্গপুর শহরে জন্মগ্রহণ করেন। বাণিজ্য বিভাগে স্নাতক উত্তীর্ণ লেখিকা সাংসারিক কাজের ফাঁকেই লেখালেখির চর্চা করে যান। তাঁর ভালোলাগার বিষয়—বই পড়া, গল্প করা আর বেড়ানো। তাঁর লেখার অভ্যাস স্কুল জীবন থেকেই শুরু হয়। গল্প, কবিতা লিখতে ভালো লাগে তাঁর। বহু পত্রিকাতে লেখা প্রকাশিত হয়ে চলেছে নিয়মিতভাবে। ২০১৮ সালে প্রথম প্রকাশিত হয় এমনই এক লেখা। সেই ধারা এখনও অব্যাহত রয়েছে। তাঁর নিজস্ব সংকলন প্রকাশ পায় ২০১৯ সালে। এই সংকলনটি রাজভবন থেকে স্বয়ং রাজ্যপালের দ্বারা উন্মোচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Nabataru-e-Patrika-July-2022-16.jpg July 1, 2022
অণু গল্প

ভালোবাসা: বসন্ত ঘোষ

    আমি তিনবার জেনেছি। এক, মায়ের কোলে। দুই, পরীক্ষায় প্রথম পাশ করে;আর তি

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    Nabataru-e-Patrika-June-2022-13.jpg
    অণু গল্প

    জবাব: নির্মল কুমার দে

      শখ করে বন্ধু রজতের মোটরসাইকেলটি একবার চালিয়েছিল সঞ্জয়। আর গাড়িটা একটি বাচ্চাকে বাঁচাতে গিয়ে উলটে গিয়েছিল রাস্তায়।

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      অণু গল্প

      পারিজাতের গল্প: নবজ্যোতি দাস

        রাস্তার পাশে বাঁ দিকের চায়ের দোকানে চা খেয়ে, বাঁ পকেট থেকে মিডিয়াম স্ট্যান্ডার্ডের গোল্ড ফ্লেকের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো, লাঞ্চব্রেক, রিং হল না।

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন