আমার লক্ষ্মী নয়তো লক্ষ্মী স্বভাবে আর চালচলনে,
আমার লক্ষ্মী রুদ্ররূপী, স্বপ্ন দেখে দুই নয়নে।
মুখ বুজে সে সয়না কোনো অত্যাচারীর অত্যাচার,
নিজেকে সে করবে প্রকাশ - এই হল তার অঙ্গীকার।
চার দেওয়ালে নয়তো বন্দি, দাবি যে তার অর্ধাকাশ,
নিজেই জোগাড় করে নেবে নিজের জন্য মুখের গ্রাস।
চায় না কারোর সহানুভূতি, চায় না কারোর নকল দয়া,
দশ হাতে সেই দশভুজা, একাই যেন সর্বজয়া।
নাই বা কেউ থাকল পাশে, নাই বা দিল মনের সাথ,
পেরিয়ে যাবে খাড়াই পাহাড় কিংবা প্রবল ঝড়ের রাত।
নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।