
অন্ধকার: সামিমা খাতুন
দিনের শেষে বা শেষের দিনে, জানা-অজানা দোষের আড়ে, তুমিই নিশ্চিত অপরাধী ৷ ঠিকটা ভুল না ভুলটা ঠিক, খুঁজতে গিয়ে মনের হদিস, দেখবে সবই স্ববিরোধী ৷ আলোর অভাবে বা আপন স্বভাবে, শান্ত রূপকে ঢাল বানিয়ে, মাতে কালোর প্রতিনিধি ৷
দিনের শেষে বা শেষের দিনে, জানা-অজানা দোষের আড়ে, তুমিই নিশ্চিত অপরাধী ৷ ঠিকটা ভুল না ভুলটা ঠিক, খুঁজতে গিয়ে মনের হদিস, দেখবে সবই স্ববিরোধী ৷ আলোর অভাবে বা আপন স্বভাবে, শান্ত রূপকে ঢাল বানিয়ে, মাতে কালোর প্রতিনিধি ৷
থমকে দাঁড়িয়ে আছি
ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে
গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!
স্বার্থের খেলায় অন্ধ সুজন,
হারিয়েছে আজ সব প্রয়োজন।
সময় স্রোতে ভাসে মৃত মন,
অন্ধকারে আলো,আলোয় অন্ধকার
অপরাধী করে অপরাধ।।
পড়লাম।ভালোই লাগলো।এইটুকুই।তবে একটু অন্যরকম।