অপ্রতিরোধ্য কালো এক চাকা গড়িয়ে গড়িয়ে নামছে...
উপত্যকা থেকে সমতলে,
গভীর জঙ্গল অতিক্রম করে
বিস্তীর্ণ ক্ষেত্র জুড়ে তা গড়িয়ে গড়িয়ে চলেছে- নগরে নগরে...
রাজপথ ধরে অলিতে গলিতে-
প্রতিটা খোলা দরজার ভেতরে,
ক্রমশ মাথায় মননে, চেতনে বা অবচেতনে,
এতখানি পথ এসে বাধাপ্রাপ্ত, হাড়গোড়ে আর টুকরো মাংসপিন্ডে
পথ ভুল করে অতর্কিতে সাদা কালো কাঠগড়ায়
তুলাদণ্ডের মাঝখান দিয়ে গড়ালো আবার চাকাটা
আবৃত চোখের অন্তরালে,
পথ করে নিল আবারো এগিয়ে চলার
দোকানে, বাজারে, শহরতলির মোড়ে,
ডাস্টবিন থেকে মন্দিরে মসজিদে...
তারপর এক ভীষণ ব্যস্ত রাস্তায় হাজার হাজার চাকার সঙ্গে মিশিয়ে ফেলল নিজেকে--
সাক্ষী অনেক ছিল,
যারা সনাক্তকরণ করার আগেই চাকায় পিষ্ট আর্তনাদের উত্তর এলো "না"
সে চাকা এখন কোথায়?
তোমার শহরে দেখেছ কি তাকে?
অন্তহীন এক পথচলা তার খোঁজ পাব কোন্ ঠিকানায়?
নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।
খুব সুন্দর