Recent Post

অনন্তের আবাহনে: রূপম মিশ্র

অনন্তের আবাহনে: রূপম মিশ্র

জ্যোৎস্নার বরণডালি উন্মুক্তে রূপোলী স্নিগ্ধতা
    চক্ষু পল্লবে উদ্ভাসিত শাশ্বত হৃদয়ের কত 
                         আবেগগাথা।
  পরশমণি তারে আলিঙ্গনে মূহ্যমান যান্ত্রিক 
                             জীবনে
 এক টুকরো বহুপ্রতীক্ষিত অকৃত্রিম কোমলতা।
  চাই আমি কত কি, মনিকোঠায় তাদেরই সদা
                           আঁকিবুকি।
   এক মায়াভরা টানে অন্তহীন সেই আলাপনে
    ছেড়েছুড়ে সব, মনে কলরব, এই বুঝি উড়ে
              যাব কোন এক স্বর্গীয় স্থানে।
  পরিত্রাণে আকপাক দেহমন, চায় ভাঙাগড়ার
      এই অন্তঃসারশূন্য খেলার পরিসমাপ্তি।
  বক্ষতলে উদ্বেলিত স্রোতস্বিনী, মস্তিষ্কে সতত
                          আলোড়ন
 কিরূপে তারে আবাহনে মিলব অনন্ত সমিপণে
            প্রতিটি ক্ষণে তারই সংক্রমণে।
      বহুত্বের পথিক আমি, অপার এই সত্তা
    ক্ষুদ্র পরিসরে গণ্ডিবদ্ধতায় তীব্র অনাস্থা।

Author

  • রূপম মিশ্র

    অবিভক্ত মেদিনীপুর(বর্তমানে পূর্ব মেদিনীপুর) জেলার এগরা-১ ব্লকের অন্তর্গত বরদা গ্রামে ১৯৯৬ সালে জন্মগ্রহণ করেন লেখক রূপম মিশ্র। বাল্যকাল কাটে গ্রামের নির্মল পরিবেশে। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাঠ সম্পূর্ণ করে পানিপারুল মুক্তেশ্বর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন। পরবর্তীতে মেদিনীপুর কলেজ(স্বশাসিত) থেকে প্রাণীবিদ্যায় প্রথম বিভাগে স্নাতক উত্তীর্ণ হয়ে রামকৃষ্ণ মিশনের অন্তর্গত রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট থেকে কৃষি ও গ্রামোন্নয়ন বিষয়ে প্রথম বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বিএড কোর্সে পাঠরত এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছেন। তাঁর শখ—বেড়ানো, লেখালেখির চর্চা, ভৌতিক কাহিনি শোনা ও পড়া। গ্রাম্য পরিবেশে মধ্যবিত্ত পরিবারে বড়ো হয়ে ওঠা লেখক রূপম মিশ্র লেখালেখির পাশাপাশি ভালোবাসেন সমাজসেবামূলক কাজে যুক্ত থাকতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন