যা ছিল সমুদ্রের গভীরে তাকে হাতছানি বলে মনে হয়নি,
দিনের আলো যখন কৃষ্ণচূড়াকে ডেকেছিল,
সে বাতাসকে আলিঙ্গন করেছিল,
একফোঁটা জলের মতো হরিণের দল খুঁজে পেয়েছিল বিপদের গন্ধ,
লুকিয়ে ছিল বাঘটা,
তারপর দুপুরের বাতাস আর বিকেলের নরম মুহূর্তে
শেষ দেখা দেখে পৃথিবী বিদায়ের মূর্ছনা তুলেছিল,
তুমি কোথায় ছিলে?
১৯৯১ সালে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে জন্মগ্রহণ করেন প্রীতম বন্দ্যোপাধ্যায়। বাল্যকাল কাটে মুর্শিদাবাদ জেলার কাশিমবাজারে। স্থানীয় ভগিনী নিবেদিতা শিশু শিক্ষা নিকেতন এবং পরবর্তীতে বহরমপুর জে.এন.একাডেমি থেকে পাঠগ্রহণের পর শ্রীপৎ সিং কলেজ থেকে রসায়ণে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একজন রাজ্য সরকারি কর্মচারী। সাহিত্য চর্চার পাশাপাশি বিভিন্ন জায়গায় ভ্রমণেও তাঁর শখ আছে। অবসর সময়ে লেখালেখি করেন, তবে সেইভাবে আগে কখনও প্রকাশ্যে আসেননি। তাঁর লেখা কবিতা এবং গল্প নিয়মিতভাবে নবতরু পত্রিকায় প্রকাশিত হচ্ছে।
কবিতা যখন মনের ভিতরে ,বেরিয়ে আসে এক মন ।