অচিন পাখি মনের দুঃখে
বলছে একা একা
কোথায় গিয়ে খুঁজলে পাব
শান্তিপুরের দেখা ।
মন পিঞ্জিরায় আঘাত হানে
মিষ্টি কথার ছলে,
আজব শহরে হাঁপিয়ে গেছি
বেঁচে আছি মনোবলে ।
এই শহরে দিনরাত শুধু
প্রতিযোগিতার মেলা
বারবার যেন গুলিয়ে যাচ্ছে
বুঝি না এসব খেলা।
আমিও তো এই আজব খেলায়
প্রতিযোগী হতে পারি?
তবে বারবার কেন ফিরে আসি
দর্শকের মতো বাড়ি?
শান্তিপুরের পথের খোঁজ
আছে কি কারো জানা?
দাও না বলে চুপটি করে
মেলবো এবার ডানা।
নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।