
থমকে দাঁড়িয়ে আছি ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে এখন চির নিদ্রায় মগ্ন তোমার মুখের দিকে অস্পষ্ট যে রেখা দক্ষিণের পথে তুলসী মঞ্চের দিকে বেঁকে গেছে সেই পথে, শব্দের পর শব্দ সাজানো ছোটো গ্রাম, গাছগাছালি তোমার স্পর্শে এখন অচিনপুরের যাত্রা।
থমকে দাঁড়িয়ে আছি ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে এখন চির নিদ্রায় মগ্ন তোমার মুখের দিকে অস্পষ্ট যে রেখা দক্ষিণের পথে তুলসী মঞ্চের দিকে বেঁকে গেছে সেই পথে, শব্দের পর শব্দ সাজানো ছোটো গ্রাম, গাছগাছালি তোমার স্পর্শে এখন অচিনপুরের যাত্রা।
গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!
স্বার্থের খেলায় অন্ধ সুজন,
হারিয়েছে আজ সব প্রয়োজন।
সময় স্রোতে ভাসে মৃত মন,
আজ প্রহর শান্ত, রাত মধ্যম
নিবিড় বর্ষায় আভাসে
সমস্ত উজ্জ্বলতা ঘুমিয়ে পড়েছে শরীরে