Recent Post

অগোচরে: রূপম মিশ্র

Nabataru-e-Patrika-February-2022-6

অগোচরে: রূপম মিশ্র

 রিক্ততায় কলকব্জাহীন যবনিকার ক্ষণেও
                        ঘুরপাকে মন।
    চক্রব্যূহে আবাহনে এক অদ্ভুতের দোসর
              প্রাণপাত বিদীর্ণ করে দেয়।
  সহস্র টুকরোকৃত বুভুক্ষু হৃদয়ের কাতরধ্বনি
         কালের অভীষ্টে ভস্মীকৃত হয়।
আজ কতদিন দমবন্ধের জাঁতাকলেও অসম্ভব
          আনাগোনাময় একটি প্রশ্নবাণ।
              কিছু কি ছিল অগোচরে?
    মায়ার বন্ধে ভুলেছিলাম কি মূলসূত্রকেই!
      বহু বিনিদ্র রাত্রির নির্বাহ ঐ মহীরুহের
               নিষ্পত্তিকৃত ডামাডোলে।
     অবশেষে প্রস্ফুটিত সেই নিদারুণ সাড়া।
    প্রকাণ্ড সব ভুলের প্রায়শ্চিত্তে দেহমন হয়
                          আনচান।
  থরথরি কম্প বক্ষ অতল তারই প্রস্তুতি নেয়।
     আধারঘন নিশির ঝিকিমিকি তারামণ্ডল
                  আমায় নির্ভয়তা দেয়।

Author

  • রূপম মিশ্র

    অবিভক্ত মেদিনীপুর(বর্তমানে পূর্ব মেদিনীপুর) জেলার এগরা-১ ব্লকের অন্তর্গত বরদা গ্রামে ১৯৯৬ সালে জন্মগ্রহণ করেন লেখক রূপম মিশ্র। বাল্যকাল কাটে গ্রামের নির্মল পরিবেশে। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাঠ সম্পূর্ণ করে পানিপারুল মুক্তেশ্বর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন। পরবর্তীতে মেদিনীপুর কলেজ(স্বশাসিত) থেকে প্রাণীবিদ্যায় প্রথম বিভাগে স্নাতক উত্তীর্ণ হয়ে রামকৃষ্ণ মিশনের অন্তর্গত রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট থেকে কৃষি ও গ্রামোন্নয়ন বিষয়ে প্রথম বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বিএড কোর্সে পাঠরত এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছেন। তাঁর শখ—বেড়ানো, লেখালেখির চর্চা, ভৌতিক কাহিনি শোনা ও পড়া। গ্রাম্য পরিবেশে মধ্যবিত্ত পরিবারে বড়ো হয়ে ওঠা লেখক রূপম মিশ্র লেখালেখির পাশাপাশি ভালোবাসেন সমাজসেবামূলক কাজে যুক্ত থাকতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাঙাই মহব্বত: হামিদুল ইসলাম
কবিতা / ছড়া

সাঙাই মহব্বত: হামিদুল ইসলাম

    বারবার আমিও ফিরে আসি
    পুরোনো সম্পর্কে গড়ি নতুন কথাঘর
    দ্রৌপদী যামিনী কন্যা আমার বুকে বাসা বাঁধে অনুক্ষণ।।

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়
    কবিতা / ছড়া

    স্মৃতির বৈশাখে: প্রিয়াংকা রায়

      শূন্যের মাঝে মরে খুঁজে খুঁজে
      শৈশব মাখা স্মৃতিতে।
      ভাবনার মেঘে রংধনু আঁকা
      বকের পাখায় লাগে তাই
      ধুলায় গোধূলি ছুঁয়ে যায় ঠোঁট

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
      কবিতা / ছড়া

      অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

        থমকে দাঁড়িয়ে আছি
        ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন